“মাদক মুক্ত বিদ্যাকূট ইউনিয়ন আমার সারা জীবন এর সপ্ন”:: এনামুল হক(ভিপি এনাম)। চেয়ারম্যান।
আজকের পর থেকে আমার বিদ্যাকূট ইউনিয়ন এ কোন ইয়াবা মাদক ও মানব পাচারকারীর ঠাঁই হবেনা। পাচারকারী যেই হোক তাকে সনাক্ত করে আইন শৃংখলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে। যারা খুচরা ইয়াবা, গজা,মদ বিক্রি করে সমাজকে কলুষিত করেছেন তাদের প্রতি কঠোর হুঁশিয়ারী করে বলতে চাই আমি এনাম কাউকে ছাড় দেব না। ইয়াবা, গাজা,মদ বিক্রি ছেড়ে দিয়ে মৎস্য ও কৃষি কাজে মনোনিবেশ করলে আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রধান করবো। এতে বিদ্যাকূট ইউনিয়ন পরিষদ সহ সরকার আপনাদের সাহাযার্থে এগিয়ে আসবে। পরিশেষে একটা কথায় বলবো মাদককে না বলুন। মাদক,ইয়াবা, গাজার বিরুদ্ধে আমার বিদ্যাকূট ইউনিয়ন এর প্রতিটি ওয়াড,পাড়ায় মাদক প্রতিরোধ কমিটি গঠন করার জন্য প্রত্যেক সচেতন তরুনদের কে এগিয়ে আসতে হবে এবং আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রধান করা হবে।প্রেস রিলিজ
« শুল্ক প্রদান:: ট্রানজিটের মাধ্যমে ১২১ টন রড গেল ত্রিপুরায় (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) আতিকুর রহমান অপুর মৃত্যুতে জেলা স্বেচ্ছাসেবক লীগের শোক »