ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর )আসনে ১৫ জনের মনোনয়ন জমা
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর (ব্রাক্ষণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর সংসদীয় আসনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামীলীগের নেতৃত্বে মহাজোট ও বিএনপির নেতৃত্বে ঐক্যফ্রন্টের বিদ্রোহী প্রার্থীসহ মোট ১৫ জন।
এরা হচ্ছে মহাজোট থেকে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এবাদুল করীম বুলবুল,জাসদ(ইনু) মনোনীত সাবেক সাংসদ এডঃ শাহ জিকরুল আহামেদ,জাতীয় পার্টি মনোনীত কাজী মামুনুর রশিদ,ইসলামী ঐক্যজোট মনোনীত মাওলানা মেহেদী হাসান,জাকের পার্টি মনোনীত মোঃ রশিদ উল্লাহ,ইসলামী আন্দোলন বাংলাদেশের উসমান গনি রাসেল, বাংলাদেশ মুসলিম লীগের একে এম আশরাফুল আলম,বিকল্পধারা মনোনীত তানবীর মনিরুল ইসলাম।
জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বিএনপি মনোনীত তকদীর হোসেন মোঃ জসিম,কাজী নাজমুল হোসেন তাপস,সালাউদ্দিন ভূইয়া শিশির।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি থেকে মোঃ শাহিন খান সহ স্বতন্ত্র প্রার্থী হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশন এর ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব এ কে এম মমিনুল হক সাঈদ, বঙ্গবন্ধু ব্যারিষ্টার কাউন্সিল এর সভাপতি ব্যারিষ্টার নজরুল ইসলাম ভূইয়া (নবী),উপজেলা বিএপির সিনিয়র সহ সভাপতি সায়েদুল হক সাঈদ।
বুধবার সন্ধ্যায় ১৫ জন প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম ও জেলা রিটার্নিং অফিস।