Main Menu

বাল্য বিবাহ থেকে রক্ষা পেল পঞ্চম শ্রেণীর ছাত্রী সানজিদা আক্তার

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কুলাসিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী সানজিদা আক্তার বাল্য বিবাহ থেকে রক্ষা পেয়েছে। সে বড়িকান্দি ইউনিয়নের কুলাসিন গ্রামের ফিরোজ মিয়ার মেয়ে। সোমবার দুপুরে কুলাসিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী সানজিদার বিয়ে হওয়ার কথা ছিল পাশ্ববর্তী নরসিংদী জেলার বেলানগর গ্রামে। বিষয়টি অবগত হওয়ার পর নবীনগরে সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মৌসুমী বাইন হীরা ঘটনাস্থলে গিয়ে সানজিদা বাল্য বিবাহ বন্ধ ও পরিবারকে এক হাজার টাকা জরিমানা করে।