মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত
ফুল মিয়ার ফাঁসির দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও সমাবেশ
মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ফুল মিয়ার ফাঁসির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন মুক্তিযোদ্ধারা।
মঙ্গলবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে মুক্তিযোদ্ধারা মিছিল নিয়ে এতে যোগ দেন। জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব হারুনুর রশীদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার গাজী মোঃ রতন মিয়া, সহকারী কমান্ডার তাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আলী আকবর, সদর উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জহির মাস্টার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সাবেক সাধারণ সম্পাদক আ. ফ. ম কাউসার এমরান, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, নবীনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমদাদুল হক, বিজয়নগর উপজেলা কমান্ডার তারা মিয়া, সরাইল উপজেলা কমান্ডার ইসমত আলী, ফুল মিয়ার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী আউয়াল মিয়া, মামলার এক নম্বর সাক্ষী আবদুল মোতালেব প্রমুখ।
গত ১১ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ ফুল মিয়ার বিরদ্ধে মামলাটি দায়ের করা হয়। এরপর ১৪ আগস্ট আদালত তা আমলে নিলে ১৬ আগস্ট ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়।প্রেস রিলিজ