Main Menu

নবীনগরে ১১৮ টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব

+100%-
মিঠু সূূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব সুষ্ঠ সুন্দও ও উৎসবমূখর পরিবেশে উদযাপন উপলক্ষে গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতিমূলক সভা ও সরকারী অনুদান বিতরন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। এসময় বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, বিশেষ অথিতির বক্তব্য রাখেন নবীনগর পৌরসভার মেয়র এড.শিব শংকর দাস, জেলা পরিষদ সদস্য বোরহান উদ্দিন আহমেদ,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. সুজিত কুমার দেব, অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিক, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অজন্ত কুমার ভদ্র, সাধারণ সম্পাদক এড. বিনয় চক্রবর্তী সাংবাদিক সঞ্জয় সাহা প্রমুখ।
এসময় নবীনগর উপজেলায় এবার ১১৮টি পূজা মন্ডপে সরকারী বরাদ্ধকৃত অনুদান ৫৮টন ৫০ কেজি চাউলের ডিও লেটারটি উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের হাতে তুলে দেন স্থানীয় সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। প্রধান অথিতির বক্তব্যে স্থানীয় সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল বলেন, সুষ্ঠ ও উৎসব মূখর পরিবেশে শারদীয়া দূর্গোৎসব পালনে প্রতি বছরের ন্যায় এবারও আমি আমার ব্যক্তিগত উদ্যোগে আর্থিক অনুদান প্রদান করবো। এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান করেন।






Shares