নবীনগরে ১০ জুয়ারিকে আটক করেছে পুলিশ




নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সজল কান্তি দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত জুয়ারিদের কাছ থেকে জুয়া খেলার একুশ হাজার চল্লিশ টাকা,১৫০টি তাস, বিভিন্ন ব্যান্ডের ১১টি মোবাইল ফোন ও ১টি হলুদ রংয়ের ছোট টর্চলাইট উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়ার নিয়মিত আইনে মামলা রুজু করে জেল হাজতে পাঠানো হয়েছে।
« সাবেক এমপি শিউলি আজাদ গ্রেপ্তার: ৮ দিনের রিমান্ড দিয়েছেন আদালত (পূর্বের সংবাদ)