নবীনগরে সরকারি নির্দেশ অমান্য করে গরুর হাট বসানোয় ভ্রাম্যমান আদালতের জরিমানা




সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে তারপরেও (২৩/০৬) মঙ্গলবার বাইশ মৌজা বাজার কমিটি গরু বাজার জমিয়েছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, যেখানে হাজার হাজার মানুষ সামাজিক দুরুত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে জনসামাগম ঘটিয়ে গরু-ছাগল ক্রয়-বিক্রয় করছেন। এতে নবীনগর উপজেলার বাইশ মৌজা এলাকার স্থানীয় জনগন করোনায় আতঙ্কে রয়েছেন।
পরে এ বিষয়ে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ওই বাজারে অভিযান পরিচালনা করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম। অভিযান পরিচালনার সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাজারের ইজারাদার ও বাজারে আসা কয়েকজন পাইকারকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয়রা জানান, যতদিন এই মহামারির করোনা ভাইরাস নিয়ন্ত্রনে না আসবে ঠিক ততদিন এই বাজার বন্ধ রাখার হোক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বাইশ মৌজা বাজার কমিটি গরু বাজার জমিয়েছে। তাই সেখানকার ইজারাদার সহ বাজারে আসা পাইকারদের ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
« আশুগঞ্জে ট্রাক চাপায় সিএনজি আরোহী নিহত, আহত এক (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) হজে এবার সুযোগ পাবে এক হাজারের কম মানুষ »