নবীনগরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আত্মপ্রকাশ
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’ গঠন করা হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যায় নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে এক দীর্ঘ বৈঠকে অবশেষে এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।
সভায় সভাপতিত্ব করেন খেলাঘর আসরের আহবায়ক ও ব্যতিক্রম থিয়েটারের সাধারণ সম্পাদক সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু।
নবীনগরে এই প্রথম স্থানীয় ১১টি সংগঠনের উপস্থিত ২১ জন প্রতিনিধি গোপন ব্যালটের মাধ্যমে খেলাঘর আসরের গৌরাঙ্গ দেবনাথ অপুকে “আহবায়ক” ও প্রজন্ম নবীনগরের পরিচালক মো: কাওছার আলম ভূঁইয়া অপুকে “সদস্য সচিব” নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট নবীনগর উপজেলায় “সম্মিলিত সাংস্কৃতিক জোট” গঠন করা হয়।
নবগঠতি এ কমিটিতে যুগ্ম আহবায়ক করা হয়েছে মো: কাওছার রহমান ডিউক (মুক্ত নাট্য সংস্থা),মিনাক্ষী গুহ (খেলাঘর আসর), মোস্তাফিজুর রহমান জুয়েল (মৌমাছি ভিশন), আব্বাস উদ্দিন হেলাল (শিল্পাঙ্গন) ও শাহনূর খান আলমগীর ( শিকড়)।
অন্যদিকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে মো: নজরুল ইসলাম কাজল (তিতাস কচি কাঁচার মেলা) ও তানভীর উদ্দিন মৃধাকে (মেঠোপথ)। সদস্য নির্বাচিত হয়েছেন,
সহকারি অধ্যাপক একেএম হাবিবুর রহমান হেলাল (মুক্ত নাট্য সংস্থা),মো: শাহিন খাঁন (উদীচী),সংবাদিক মিঠু সূত্রধর পলাশ (সংস্কৃতিকর্মী),সাংবাদিক মো: দেলোয়ার হোসেন (সংস্কৃতিকর্মী),প্রভাষক মুহম্মদ জাহিদুল হক (শিকড়), শহীদ হোসেন সরকার মিলন (মেঠোপথ),মো: জামাল হোসেন (মেঠোপথ),সুভাষ সূত্রধর (মেঠোপথ), কামরুল হাসান (সংস্কৃতিকর্মী), মুন্না রহমান (তিতাস কচি কাঁচার মেলা), সীমু সাহা (সংস্কৃতি কর্মী) ও পূজা দত্ত (চেতনায় ৭১)। উপজেলায় “সম্মিলিত সাংস্কৃতিক জোট” গঠন করা হয়।