Main Menu

নবীনগরে সদরকে যাানজট মুক্ত রাখতে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযান

+100%-

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদর বাজার কে যানজট মুক্ত রাখতে প্রশাসনের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আজ সোমবার বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়। জান যায়, নবীনগর সদর বাজারে লাইন্সেস বিহিন ব্যাটারি চালিত অটু রিক্সার কারনে ভয়াবহ যানজট সৃষ্টি হয়। এই অসহনীয় যানজট থেকে শহর টিকে রক্ষা করতে স্থানীয় উপজেলা প্রশাসন ও নবীনগর পৌর সভার যৌথ উদ্যোগে গত দুইদিন নবীনগর পৌর শহরের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করছেন। তারই অংশ হিসেবে আজ সোমবার বিকেলে লাইন্সেস বিহিন অটু রিক্সা সহ অবৈধভাবে রাস্তায় টানানো ব্যানার ফেইসটুন অপসারন করা হয়।যার মধ্যে ১২টি লাইন্সেস বিহিন ব্যাটারি চালিত অটু রিক্সাও রয়েছে।

এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোশারফ হোসেন বলেন, নবীনগর সদর বাজারে কোন ধরনের অবৈধ যানবাহন চলতে দেওয়া হবে না।সাথে শহরের অবৈধভাবে টানানো কোন ব্যানার ফেসটুনও থাকবে না। জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।






Shares