Main Menu

নবীনগরে শ্রমিক লীগ কার্যালয়ে ভাঙচুর দুই আওয়ামীলীগ নেতা আটক

+100%-

মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা শ্রমিক লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলাকারীরা দলীয় ওই কার্যালয়ে থাকা মালামাল তছনছ করে। একপর্যায়ে কার্যালয়টিতে সাঁটানো জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও ভাঙচুর করেছে তারা।

বুধবার গভীর রাতে এ ঘটনাটি ঘটেছে বলে জানান স্থানীয় নেতারা। তবে রাতের
আঁধারে কারা হামলা করেছে, এ নিয়ে কেউই মুখ খুলতে রাজি হননি।
এঘটনায় বৃহস্পতিবার রাতে নবীনগর থানায় মামলা দায়েরর পর উপজেলা শ্রমিক
লীগের আহ্বায়ক ফোরকান উদ্দিন মৃধা ও পৌর যুবলীগের সভাপতি আব্দুল মোমেনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় শ্রমিক লীগের নোতারা জানান, বৃহস্পতিবার জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করতে অফিসে এসে দেখি, পুরো অফিসটি ল-ভ- অবস্থায় পড়ে আছে। এমনকি হামলাকারীরা অফিসে টাঙানো জাতির জনক ও প্রধানমন্ত্রীর ছবি দুটিও নিচে ফেলে রেখেছে।
অপরাদিকে একটি সূত্র জানায়, শ্রমিক লীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে জাতীয় শোক দিবসে বক্তব্যের তালিকায় নাম না থাকা ও নতুন কমিটি না হওয়ার কারণে আগের রাতে এ ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটে থাকতে পারে।
থানা সূত্রে জানা যায়, থানায় মামলা দায়েরর পর আটক কৃত শ্রমিক লীগের আহ্বায়ক ফোরকান উদ্দিন মৃধা ও পৌর যুবলীগের সভাপতি আব্দুল মোমেনকে শুক্রবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।






Shares