নবীনগরে শিক্ষার্থীদের তোপের মুখে কলেজ প্রিন্সিপাল
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা কাইতলা আলীম উদ্দিন জোবেদা অনার্স কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছে কলেজ প্রিন্সিপালসহ অন্যান্য শিক্ষকমন্ডলী। বৃহস্পতিবার কলেজ অভ্যন্তরে এই ঘটনা ঘটে।
জানা যায়,ছাত্র/ছাত্রীদের কাছ থেকে কোন প্রকার রশিদ ছাড়াই রেজিষ্ট্রেশন ফি ৬০০ টাকা করে নেওয়ায় ও নবীন বরণ অনুষ্ঠান না হওয়ায় বৃহস্পতিবার সকালে কলেজের প্রিন্সিপালসহ সকল শিকমন্ডলী দ্বিতীয়তলায় মিটিংয়ে বসলে বিক্ষোব্ধ শিক্ষার্থীরা নিচতলার মেইন গেইটে তালাবদ্ধ করে কলেজ ক্যাম্পাসে মিছিল শুরু করে। খবর পেয়ে শিবপুর পুলিশ ক্যাম্পের এস.আই এহসান হাসান এসে কোন প্রকার বিশৃংখলা ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুলিশসহ ওই শিক্ষার্থী, প্রিন্সিপাল ও শিক্ষকমন্ডলীদের সাথে আলোচনায় বসেন। তবে গর্ভিণিং বডির কোন সদস্য উপস্থিত না থাকায় কোন প্রকার চূড়ান্ত সিদ্ধান্ত ওই আলোচনায় গৃহীত হয়নি।
এই বিষয়ে কলেজের অধ্যক্ষ মো. আবু জাহের জানান,কলেজের উন্নায়ন ফি বাবদ এই টাকা নেওয়া হয়েছে। ঈদের পর আমরা কলেজের স্বার্থে এই ব্যাপারে সিদ্ধান্ত দেব।