Main Menu

নবীনগরে জলাশয় থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার

+100%-
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে নবীনগর পৌর এলাকার আলিয়াবাদ গ্রামের উত্তর-পশ্চিম পাড়ার নবীনগর-গোপালপুর সড়ক সংলগ্ন মনির মিয়ার মাছ চাষের ডুবাতে অজ্ঞাত এক মধ্যবয়সী নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খরব দেন।
পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করে।
সরজমিন গিয়ে দেখা যায়, মৃত নারীর পরনে থ্রি পিস গলায় সবুজ রংঙের ওড়না পরিহিত ছিল। তার মাথার চুল ছোট করে কাটা ছিল।
লাশ দেখতে এসে স্থানীয় এক মহিলা বলেন,  যতটুকু বুঝতে পেরেছি এই এলাকার হবে না অন্য কোন দূরের এলাকার হবে তবে পুলিশ উদ্ধার করেছে।
নবীনগর থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাস বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। পরিচয় জানতে স্থানীয়দের জিজ্ঞাসা করছি। এখন পর্যন্ত কেউ চিনতে পারেনি। তবে ধারণা করা হচ্ছে উদ্ধার কৃত লাশটি এই এলাকার বাসিন্দা না। ময়নাতদন্তের জন্য জেলা সদরে পাঠানো হচ্ছে।তদন্ত রিপোর্ট হাতে পেলে বলা যাবে এটি হত্যা না অন্যকিছু।