Main Menu

নবীনগরে জরাজীর্ণ মার্কেট অপসারণ সহ বন্ধ সড়ক খুলে দেয়ার ঘোষণা জেলা পরিষদের চেয়ারম্যানের 

+100%-
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে: ব্রাহ্মনবাড়িয়া নবীনগর উপজেলার নবীনগর সদর বাজারের জেলাপরিষদের জরাজীর্ণ মার্কেট অপসারণ সহ দীর্ঘদিনের  অবহেলিত কলেজপাড়া বাসীর বন্ধ সড়কটি খুলে দেয়ার ঘোষণা দিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো: বিল্লাল হোসেন।
এসময় তিনি নবীনগর উপজেলায় অবস্থিত জেলা পরিষদ ডাকবাংলোতে নতুন ভবন নির্মান সহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড করার আশাবাদ ব্যক্ত করেন জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো: বিল্লাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মনিরুজ্জামান মনির, নবীনগর পৌরসভার মেয়র এড শিব শংকর দাস,  জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এম এ মাহামুদুর রহমান, জেলা পরিষদ সদস্য মো: নাছির উদ্দিন, নবীনগর প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, স্টার টিভির চেয়ারম্যান শাহিন রেজা টিটু, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ সহ আরো অনেকেই।





Shares