Main Menu

নবীনগরে গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা

+100%-

মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার রতনপুর ইউনিয়নের চতরংখলা গ্রামে মো মাঈন উদ্দিন (২০)নামে এক মানষিক ভারসাম্যহীন যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।গতকাল রবিবার সকালে স্বয়ন কক্ষের সিলিং ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। নিহত মো মাঈন উদ্দিন চতরংখলা গ্রামের মো জজ মিয়ার ছেলে।নিহতের মা ছেলের খোজ নিতে ছেলের স্বয়ন কক্ষে গেলে ছেলের ঝুলন্ত লাশ দেখতে পায়। পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পেরন করেন।
নবীনগর থানা পুলিশের ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় বিষয়টি নিশ্চিত করেছেন।