Main Menu

নবীনগরে আওয়ামীলীগের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা

+100%-

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ সোমবার নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একই সময়ে একই স্থানে উপজেলা আওয়ামীলীগের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর ডাকা পাল্টপাল্টি সমাবেশ আহবানকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে যেকোন সময় উভয় গ্রুপে সংঘর্ষের আশংকা করছেন অনেকেই।

জানা গেছে, উপজেলা পরিষদের নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী কাজী জহির উদ্দিন ছিদ্দিকের পক্ষে উপজেলা আওয়ামীলীগ আজ সোমবার বিকেল ৩টায় নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পথসভা আহবান করেছে, পথসভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়জুর রহমান বাদল সভাপত্বি করার কথা রয়েছে এবং প্রধান অতিথি থাকার কথা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার। এ নিয়ে কয়েকদিন ধরে টিটুর পক্ষে ব্যাপক প্রচারও করা হয়। অপর দিকে একই স্থানে একই সময়ে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী (আনারস প্রতীক) ও স্থানীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুলের ঘনিষ্ঠ জন উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো, নাছির উদ্দিনের পক্ষেও পাল্টা আরেকটি জনসভা আহবান করে নবীনগর সদরে মাইকিং করা হয়। এ নিয়ে দলটির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের আশংকায় উত্তেজনা বিরাজ করছে॥

এ বিষয়ে বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) মো, নাছির উদ্দিন বলেন,‘আনারস প্রতীকের পক্ষে কাল হাইস্কুল মাঠে জনসভা ডাকা হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নিয়াজ খান এতে সভাপতিত্ব করবেন। আশা করি, আমাদের সভায় দলের সকল নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।’ তবে কেউ গন্ডগোল করার চেষ্টা করলে, ছাড় দেয়া হবেনা। এ বিষয়ে জহির উদ্দিন ছিদ্দিক টিটুর সাথে কথা বলার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তবে তার ঘনিষ্ঠ জন জেলা আওয়ামীলীগ নেতা এডভোেকেট শিব শংকর দাস বলেন,‘হাইস্কুল প্রাঙ্গণে উপজেলা আওয়ামীলীগ প্রথমে সভা করার জন্য সংশ্লিষ্টদের চিঠি দিয়ে অনুমতি নিয়েছে। সৃতরাং সেখানে আমরাই সভা করবো। আর আমাদের সভাতেই দলের প্রতিটি নেতাকর্মী উপস্থিত থাকবেন।’

নবীনগর থানার ওসি রনোজিত রায় বলেন,‘দু পক্ষের কাছ থেকেই সভা করার লিখিত দরখাস্ত পেয়েছি। বিষয়টি নিয়ে উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হবে।’ আগামি ৩১ মার্চ নবীনগরে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।






Shares