Main Menu

নবীনগরে অসহায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ

+100%-

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: গত কয়েকদিন ধরে কনকনে শীতের দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। আরো অসহায় হয়ে পড়েছে ছিন্নমূল মানুষগুলো। আর ঠিক এইসময়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নির্বহিী কর্মকর্তা, ছিন্নমূল ও অসহায় শীতার্থ মানুষদের মাঝে শনিবার মধ্যরাতে ঘুরে ঘুরে কম্বল বিতরণ করেন।
সারাদিন কাজের ক্লান্তির পর পলিথিন দিয়ে মোড়ানো ঘরে কোনো মতে ঘুমিয়ে পড়েছেন পরিবারগুলো। চারপাশে প্রচ- শীত জেঁকে বসেছে। প্রচ- শীতের প্রকোপ থেকে আত্মরক্ষার জন্য তাদের নেই ন্যুনতম শীতবস্ত্র। পৗরসভার নারায়ণপুর হাছান শাহ মাজারে ও জিনদপুর বেঁদে সম্প্রদায়ের পল্লীতে তখন গভীর রাতের নিস্তব্ধতা। এমন সময় হঠাৎ বেদে পল্লীতে অবস্থানকারীদের দরজায় কড়া নাড়ছিলেন উপজেলা প্রশাসন। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই মধ্যরাতে উপজেলার বেদে সম্প্রদায়ের কষ্ট দেখতে বের হলেন ইউএনও একরামুল ছিদ্দিক। একরামুল ছিদ্দিক বলেন,পূরো উপজেলায় শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হবে। এবং সমাজে যার যার অবস্থান থেকে আশপাশের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবাণ জানান।






Shares