Main Menu

নবীনগরে অসহায় পথ শিশুদের মাঝে ঈদের পোষাক বিতরন

+100%-

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সামাজিক সংগঠন “মানব কল্যাণে আমরা” সংগঠনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে নবীনগর থানা প্রাঙ্গণে ২৫০ অসহায় পথশিশুদের মাঝে ঈদ পোষাক বিতরণ করা হয়।
এ সময় সংগঠনের মুখ্যপাত্র কবি মোবারকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপন্থিত ছিলেন,জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্তরঞ্জন পাল, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সুভাশীষ ধর, নবীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ জসীম, উপজেলা যুবলীগের সভাপতি- সামস্ আলম, শিল্পকলার সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা,কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ইউসুফ আব্দুল্লাহ্ তনু,আরিফুল ইসলাম রাজিব, ছাদেক চৌধুরী,নূর মোহাম্মদ, নাসির উল্লাহ, সাংবাদিক দোলোয়ার হোসেন, আবৃত্তি শিল্পী প্রান্তিক হোসাইন, সংগঠনের সদস্য মোঃ আব্দুল আলী, মোঃ ইমরান হোসেন, মোঃ আব্দুল্লাহ্, মাহবুব আলম, তাহসিন ভূইয়া প্রমূখ।
এ সময় উপস্থিত অতিথিরা তরুণদের এ মহতি উদ্যোগের ভূয়সি প্রশংসা করেন এবং সংগঠনের উত্তরোত্তর উন্নতি কামনাসহ সংগঠনের যে কোন সহযোগিতায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।