Main Menu

নবীনগরে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে ফসলি জমি কাটার সময় এক শিশুর রহস্যজনক মৃত্যু

+100%-

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি ব্রাক্ষণবাড়িয়া নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর গ্রামে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে ফসলি জমি কাটার সময় মাটি চাপায় মোছাঃ জামিয়া (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে মিরপুর গ্রামের দক্ষিণ পশ্চিম পাড়ার ওমান প্রবাসী জালাল মিয়ার মেয়ে ও স্থানীয় একটি আলিয়া মাদ্রাসার ২য় শ্রেণীর ছাত্রি । আজ মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, উপজেলার মিরপুর গ্রামে আউয়াল মিয়ার কৃষি জমি শ্রেণি পরিবর্তন না করে স্থানীয় ড্রেজার ব্যবসায়ী জাকির মিয়াকে সাথে নিয়ে অবৈধ ভাবে নিষিদ্ধ ড্রেজার দিয়ে ফসলি জমি নষ্ট করে মাটি উত্তোলন করছিলেন। এসময় ড্রেজারের মাটির চাপায় শিশুটির মর্মান্তিক মৃত্যু হয় বলে স্থানীয়রা ধারনা করেন। এ বিষয়ে শিবপুর ফাঁড়ি থানার ইনচার্জ এস আই নজরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ড্রেজারের পাইপের নিচ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনিয় ব্যবস্থা নেওয়া হবে।






0
0Shares