Main Menu

নবীনগর বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ে দুইটি নতুন ভবন উদ্বোধন করেন এমপি ফয়জুর রহমান বাদল

+100%-

নবীনগর প্রতিনিধি :: ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন ও বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান বুধবার(১৮/৪)দুপুরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নবীনগরের উন্নয়নের মাইল ফলক ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়জুর রহমান বাদল এম.পি। বক্তব্য রাখেন,ইউএনও মোহাম্মদ মাসুম,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ হালিম,যুগ্ম সম্পাদক মোস্তফা জামাল,ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার,দপ্তর সম্পাদক জালাল উদ্দিন ভুইয়া,কেন্দ্রীয় আ’লীগ উপ-কমিটির সহ-সম্পাদক কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটু,চেয়ারম্যান হাজী আবুল হোসেন,টিয়ারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি কবির আহাম্মদ, ব্যবসায়ী দুলাল সাহা,প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ও সিনিয়র শিক্ষক জাকির হোসেন প্রমূখ।

প্রধান অতিথি অনুষ্ঠান শুরুতে ফ্যাসিলেটিস ডিপার্টমেন্টের অর্থায়নে ৭২ লক্ষ টাকা ব্যয়ে একাডেমিক ভবন ও অত্র স্কুলের নিজস্ব অর্থায়নে ১২লক্ষ ৫০হাজার টাকা ব্যয়ে ফয়জুর ররহমান বাদল এমপি ভবন উদ্বোধন করেন। তিনি বলেন,আওয়ামীলীগ কাজে বিশ্বাসী,কথায় নয়।আগামী নির্বাচনে নৌকায় ভোট দিলে পূর্বাঞ্চলের আর কোন উন্নয়ন কাজ বাকি থাকবে না।