Main Menu

নবীনগর খারঘর গনকবরে স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞলী

+100%-

আমিনুল ইসলাম,নিজস্ব প্রতিবেদকঃনবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নে বাঙ্গালির জাতীয় জীবনে এই গৌরবময় দিনে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজ রবিবার ২৬ মার্চ দিনটি নানা অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়।

সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বড়াইল ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে খারঘর গনকবরে ৪৩ শহীদদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করা হয়।

এতে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মোঃমোস্তাফিজুর রহমান (নান্নু মাস্টার),খারঘর গনকবর বাস্তবায়ন কমিটির সাধারন সম্পাদক এডঃমহিউদ্দীন আহমেদ জীবন,বড়াইল ইউপি যুবলীগের সভাপতি প্রার্থী মোঃআমিনুল ইসলাম (বাবু),ছাএলীগের সভাপতি আহমেদ ইমতিয়াজ কাউছার,সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,প্রচার সম্পাদক ইকরাম,শুক্কুর খান,কামাল উদ্দীন,আল মামুন,ইলিয়াস,বশিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক,সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন নেতৃবৃন্দ।

স্বাধীনতা ও সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার” শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।পরে শহীদদের প্রতি বিশেষ মোনাজাত করা হয়।






Shares