নবীনগর কোম্পানিগঞ্জ সড়কের পিচ ঢালাইয়ে অনিয়মের অভিযোগে




সরজমিনে গেলে দেখা যায়, প্রায় ১০ কোটি টাকা ব্যায়ে নবীনগর কোম্পানিগঞ্জ সড়কটির নবীনগর থেকে বাঙ্গরা বাজার পুর্যন্ত সংস্কার কাজ করছেন রানা বিল্ডার্স নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। স্থানীয়দের অভিযোগ যে পরিমান ঢালাইয়ের প্রলেপ দেয়ার কথা, সে পরিমান পিচ সড়কে দেয়া হচ্ছে না।এছাড়াও সড়কটির দু পাসে শোল্ডার নির্মাণ করা হয় নি।সে জন্য যে দ্রুতই সড়কটি নষ্ট হয়ে যাবে বলে দাবি করছেন সাধারণ মানুষ।
এ বিষয়ে খবর পেয়ে নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো মনিরুজ্জামান মনির ঘটনাস্থলে ছুটে যান। সরজমিনে গিয়ে তিনি কাজের মান খারাপ দেখে সংশ্লিষ্ট ঠিকাদেরকে বিষয়টি মুঠোয ফোনে অবগত করেন।
এ বিষয়ে সড়ক ও জনপদে কর্মকর্তা মো. আলমগীর জানান,কাজের মান ঠিক আছে।তারপরেও বিষয়টি দেখতে আগামীকাল সরজমিন যাবো।প্রয়োজনে আপনারা আসেন।
« আখাউড়া স্থলবন্দর পরিদর্শনে জাতিসংঘের প্রতিনিধি দল (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) সরাইলে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার »