নবীনগর উপজেলায় ভোট কেন্দ্রে ভোটের সব আয়োজন ছিলো,ছিলেন না শুধু ভোটার
মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কয়েকটি কেন্দ্রে ভোটের সব আয়োজন ছিল, ছিলেন না শুধু ভোটার।
পঞ্চম উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে রোববার নবীনগর উপজেলার ১৩৯ কেন্দ্রে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। তবে এর মধ্যে সকালে আঠারোটি ভোটকেন্দ্র সরেজমিন পরিদর্শন করে এ চিত্রই চোখে পড়ে।
সরেজমিন ঘুরে দেখা যায়, সকাল সোয়া ৮টার দিকে নবীনগর পৌরসদরের ইচ্ছাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে ভোটারের উপস্থিতি পাওয়া যায়নি।
সকাল ৯টার দিকে মাঝিকারা ও আলিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ভোটারশূন্য দেখা যায়।
সকাল ৯টা ২০ মিনিটে নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটারদের কোনো উপস্থিতি চোখে পড়েনি।
এদিকে সকাল পৌনে ১০টায় উপজেলার শ্যামগ্রাম মোহনিকিশোর স্কুল এন্ড কলেজে গিয়ে ভোটারশূন্য কেন্দ্র দেখা গেলেও সেখানকার একটি বুথে ১০৪টি ভোট পড়েছে বলে জানান প্রিসাইডিং অফিসার।
কিন্ত অন্য বুথে ৩ ঘণ্টায় দুটি বা ভোটই পড়েনি এমনটি জানিয়েছেন কর্তৃব্যরত পোলিং এজেন্ট।
এদিকে উপজেলার নূরজাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ভোটারের দেখা মেলিনি। তবে শতাধিক ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত প্রিসাইডিং অফিসার।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া অবস্থান ও ভোটের সব সরঞ্জাম থাকার পরও এসব কেন্দ্রে ভোট দিতে না আসায় জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।