নবীনগর অনলাইন এ্যাক্টিভিস্ট ফোরাম দাঁড়ালেন নিহত জয়নালের পরিবারের পাশে
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের লাউর ফতেহপুর গ্রামের চিহ্নিত সন্ত্রাসী আলী আকবর গং কতৃক প্রতিবেশী জয়নাল নিহত হওয়ার পর থেকে অসহায় নিহতের পরিবারটি মানবেতর জীবনযাপন করছিল।শুরু থেকেই এই অসহায় পরিবারের পাশে ছায়া হয়ে দাঁড়িয়েছেন নবীনগর অনলাইন এ্যাক্টিভিস্ট ফোরাম (NOAF)নামের একটি অরাজনৈতিক সংগঠন। আজ ৪ জুলাই দুপুরে লাউর ফতেপুর ইউনিয়নের লাউর গ্রামে সন্ত্রাসী আলী আকবর গংদের হামলায় নিহত দরিদ্র জয়নাল মিয়ার মা, স্ত্রী ও পুত্রকে খাদ্য, বস্ত্র ও নগদ অর্থ প্রদান করেন উক্ত সংগঠনটি। এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ দেব নাথ অপু, আন্যানদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি দার্শনিক মোজাম্মেল হক,সহ সভাপতি অভিজিত বনিক, সহ সাধারণ সম্পাদক বর্ষন ফারহান বাবুল, সাংগঠনিক সম্পাদক এম এস কে মাহবুব, অর্থ সম্পাদক টিটন চন্দ্র পাল প্রমুখ।
সংগঠনের সকলের ভরসা পেয়ে নিহত জয়নালে স্ত্রী রুখসানা বেগম কান্না জড়িত কন্ঠে দ্রুত তার স্বামী হত্যার আসামীদের গ্রেফতারে দাবী করেন এবং এই সংগঠন তাদের পরিবারের পাশে থাকায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নবীনগর অনলাইন এ্যাক্টিভিস্ট ফোরামের মত যদি সবাই অন্যায় অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয় তবে অচিরেই নবীনগর দূর্নীতি ও অপরাধ মুক্ত হবে।
সহায়তা প্রদান সময় সভাপতি সফিকুল ইসলাম শফিক নিহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে তার দুচোখের পানি ছেড়ে দিয়ে বলেন,যে মা তার সন্তান হারিয়েছে তিনি বুজেন তার বেদনা কত,যে স্ত্রী তার স্বামীকে হারিয়েছে তিনি বুজেন তার স্বামী হারানোর যন্ত্রণা কত।তাছাড়া তিনি আরো বলেন, নবীনগর অনলাইন এ্যাক্টিভিস্ট ফোরাম সর্বদা অন্যায়ের বিরুদ্ধে শক্ত অবস্থান নিবেন সে যে কেউ হোক না কেন,আমি চাইব বর্তমান সংসদ সদস্য জনাব এবাদুল করিম বুলবুল শক্ত হাতে এই সকল অপরাধীদের দমনে যথাযথ কর্তৃপক্ষকে আদেশ প্রদান করবেন।