Main Menu

নদীর নাব্যতা না থাকায় সারা দেশের সাথে নবীনগরের নৌ-চলাচল বিঘ্নিত

+100%-

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বুড়ি নদীর নাব্যতা না থাকায় সকাল থেকে সারা দেশের সাথে নবীনগরের নৌ-পথের চলা চল বিঘ্নিত হওয়ার কারনে যাত্রীরা পড়ে চরম বিপাকে।

নবীনগর পৌরশহরের পাশ দিয়ে বয়ে যাওয়া বুড়ি নদীর নাব্যতা কমে যাওয়ার কারনে একটি কাঠ বোঝাই নৌকা বুড়ি নদীতে মনোবাবুর ঘাট এলাকায় আটকে যাওয়ায় নবীনগর লঞ্চঘাট থেকে ব্রাহ্মণবাড়িয়া,ভৈরব, নরসিংদীতে কোন লঞ্চ ও কার্গো সহ অন্যান্য নৌ-যান দেশের কোথাও ছেড়ে যেতে পারেনি। ফলে চরম ভোগান্তিতে পরে সাধারণ যাত্রী ও পন্য আমদানি কারক ব্যাবসায়ীরা। শতাধিক যাত্রীকে লঞ্চের জন্য টার্মিনালে বসে থাকতে দেখা গেছে। পরে দুপুরের পরে নদীতে জোয়ার আসায় নৌ চলাচল স্বাভাবিক হয়।






Shares