কাব্যচন্দ্রিকা স্বর্নপদক ২০১৮ পেলেন নবীনগরের কবি কে এম সফর আলী
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: বাংলাদেশ কাব্যচন্দ্রিকা সাহিত্য একাডেমি স্বর্ণপদক ২০১৮ লাভ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃতি সন্তান বর্তমান সময়ের আলোচিত সমস্বপ্ন কাব্যগ্রন্থটির সম্পাদক কবি কে এম সফর আলী। অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের কবি, সাহিত্যিক, সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। গত শুক্রবার ২৫শে মে বিকেলে রংপুর জেলার গংগাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের শেরপুর পুটিমারী বিদ্যালয় মাঠে কাব্যচন্দ্রিকা সাহিত্য একাডেমির গুণীজন সংবর্ধনা ও সাহিত্য অড্ডায় দেশের কয়েকজন বিশিষ্ট ব্যক্তিদের হাতে এ স্বর্ণপদক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বেতগাড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান লাইনুর নাহার রিনার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গংগাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ এনামুল কবির। বিশেষ অতিথি মাইকেল মধুসুধন একাডেমীর মহাপরিচালক কবি সন্তোষ কুমার দত্ত, কবি ও উপন্যাসিক রাশেদ রেহমান, এটিএন বাংলার ব্যুরো প্রধান মাহবুবুল ইসলাম, রংপুর মেডিকেল কলেজের প্রভাষক ডাঃ বিপ্লব চন্দ্র সরকার, রাকাবের ব্যাবস্থাপক তিতাস চন্দ্র গোস্বামী, সংগঠক ও কলামিস্ট শাহ্ আলম, কবি ও ছড়াকার মতিয়ার রহমান।
প্রধান আলোচক ছিলেন রংপুর ছড়া সংসদের সভাপতি সাঈদ সাহেদুল ইসলাম। এতে আরো বক্তব্য রাখেন কাব্যচন্দ্রিকা সাহিত্য একাডেমির সভাপতি পবিত্র মহন্ত জীবন, ভারতের লেখক সাথী মন্ডল, কবি, সংগঠক ও সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগীত শিল্পী নদীয়া কিশোর রায়।
এ বছর যারা কাব্যচন্দ্রিকা পদক ও সম্মাননা পেয়েছেন তারা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কবি কে এম সফর আলী,গাইবান্ধার বিশিষ্ট সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন, সাংবাদিক হাবিবুর রহমান, স্বর্ণপদকপ্রাপ্ত কবি রাশেদ রেহমান, কবি ফরিদা ইয়াসমিন সুমি, কবি সমর কুমার দাস, কবি সাজেদুর রহমান, কবি মিজান হাওলাদার, কাব্যচন্দ্রিকা সাহিত্য পদক পেলেন- কবি খোদেজা মাহবুব আরা, কবি সোহানুর রহমান শাহীন, কবি রওশন রুমি, কবি, সংগঠক ও প্রকাশক মাসুদ রানা সাকিল, কবি মুনা চৌধুরী, কবি মোস্তাফিজুর রহমান, কাব্যচন্দ্রিকা একাডেমি পদক পান- কবি সিরাজুল মোস্তফা, কবি নুরুন্নাহার সপ্না, কবি খন্দকার সামছুল কবিরাজ, কবি নাজমুন নাহার ছন্দা ও কবি শহিদুল ইসলাম সাদীদ।