ইউপি নির্বাচন:: নবীনগরের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ
ডেস্ক ২৪:: নবীনগরে ২০টি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন। এর মধ্যে বীরগাও ইউপি নির্বাচনের ফল স্থগিত থাকার কারনে ১৯ জন চেয়ারম্যান শপথ গ্রহন অনুষ্ঠানে অংশ নেয়।
০৮ জুন বুধবার দুপুরে জেলা প্রশাসক মিলনায়তনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ পাঠ করান জেলা প্রশাসক জনাব ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।
শপথ গ্রহণকারী নব-নির্বাচিত চেয়ারম্যানরা হলেন-শ্রীরামপুর ইউপিতে আজহার হোসেন জামাল, নবীনগর পুর্ব ইউপিতে মৌসুমি আক্তার, কৃষ্ণনগর ইউপিতে মোহাম্মদ মাশুকুর রহমান, শ্যামগ্রাম ইউপিতে আমির হোসেন বাবুল, নবীনগর পশ্চিম ইউপিতে মো: ফিরুজ মিয়া, রতনপুর ইউপিতে রুহুল আমিন, বড়িকান্দি ইউপিতে মো: আনোয়ার পারভেজ, সলিমগঞ্জ ইউপিতে মো: খোরশেদ আলম,জিনদপুর ইউপিতে আবদুর রউফ,শিবপুর ইউপিতে মো: শাহীন সরকার,বড়াইল ইউপিতে মো: জাকির হোসেন,রছুলাবাদ ইউপিতে আলী আকবর, সাতমোড়া ইউপিতে মাসুদ রানা, বিদ্যাকুট ইউপিতে ভিপি এনাম,ইব্রাহিমপুর ইউপিতে আবু মুসা, নাটগর ইউপিতে ডাঃ কাসেম,লাউর ফতেহপুর ইউপিতে ফারুক মিয়া,বিটঘর ইউপিতে হাজী আবুল হোসেন , কাইতলা ইউপিতে শওকত আলী।
এ সময় উপপরিচালক (ভা:), স্থানীয় সরকার জনাব বশিরুল হক ভুইয়া, নবীনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জনাব আল মামুন সরকার উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মহোদয় নবনির্বাচিত চেয়ারম্যানদের স্বাগত জানান, তাদেরকে স্থানীয় উন্নয়ন, সামাজিক শৃংখলা বজায় রাখা ও সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জোরালো ভূমিকা রাখার আহবান জানান।