ইউপি চেয়ারম্যান কবির আহমেদের বরখাস্তের আদেশ স্থগিত
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান কবির আহমেদের বরখাস্ত একমাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। গত ৮ জুন হাইকোর্টের বিচারপতি এনায়েতুর রহিমের বেঞ্চের এক আদেশে এই স্থগিতাদেশ দেওয়া হয়। ওই স্থগিতাদেশের কাগজপত্র নবীনগরে এসে পৌঁছলে, বিষয়টি নিয়ে আজ বিকালে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়।
জানা যায়, চেয়ারম্যান কবির আহমেদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর এককালীন ২৫০০ টাকা সহায়তার তালিকায় নানা অনিয়ম ও স্বজনপ্রীতি অভিযোগ ওঠে। যদিও তিনি তালিকা করার সময় এলাকাতেই ছিলেন না। পরে জেলা প্রশাসনের নির্দেশে বিষয়টির তদন্ত শেষে গত ২৮ মে চেয়ারম্যান কবির আহমেদকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরপর গত ৮ জুন বরখাস্ত হওয়া চেয়ারম্যান কবির আহমেদ বরখাস্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করেন। রিট আবেদনকারীর পক্ষের আইনজীবী বাকির উদ্দিন ভূঁইয়ার বরাত দিয়ে ব্যারিস্টার আশরাফ রহমান রিটের পর স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করেন।