কৃষ্ণনগর আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত
প্রতিনিধি::নবীনগর উপজেলা কৃষ্ণনগর ইউনিয়নে আজ রবিবার (২৬/৭) আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের অবঃ শিক্ষকদের বিদায় সংবর্ধণা দেওয়া হয়। বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিজুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকারম হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার ইতি বেগম, সাবেক খাদ্য কর্মকর্তা মোঃ আলাউদ্দিন খান নবীনগর উপজেলা যুবলীগের সভাপতি সামস্ আলম, সাধারণ সম্পাদক খায়ের বারী, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাশুকুর রহমান, বাইশ মৌজা যুব সংগঠনের সভাপতি মোঃ জাহাংগীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু কাউছার, উত্তর লক্ষীপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবু কাউছার সরকার, সাবেক
শ্রমিক পরিচালক মফিজুল ইসলাম মদন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিল্লুর রহমান, বীরমুক্তিযোদ্ধা রাশেদ সরকার, কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মেহেদী হাসান কালন, শফিকুল ইসলাম মোল্লা, জাকির হোসেন, মোসলেম উদ্দীন, আবু তাহের প্রমুখ। সংবর্ধিত শিক্ষকরা হলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু আহমেদ কবির, মোহাম্মদ আলী, ইলিয়াছ মিয়া, আবু তাহের, জহিরুল ইসলাম, আব্দুস সাত্তার, আঃ মান্নান।
অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদাউসুর রহমান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মামুনুর রশিদ মলাই। অনুষ্ঠানে শেষে অতিথিদের কাছ থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে ক্রেষ্ট প্রধান করা হয়।