Main Menu

নবীনগরের বড়াইল যুব সংগঠনের উদ্যেগে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

+100%-

প্রতিনিধি::নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে বড়াইল যুব সংগঠনের উদ্যেগে ব্রাজিল বনাম আর্জেনটিনা মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।উক্ত খেলায় রেফরির দায়িত্ব পালন করেন বড়াইল গ্রামের কৃতী সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ট্রেজারার অধ্যাপক ডঃ কামাল উদ্দীন এর ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষানিয়ন্ত্রক জাহিদুল ইসলাম(জনি)।
উক্ত খেলায় অনন্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন বড়াইল ইউনিয়নের যুবলীগেরর সভাপতি মোঃমনির হোসেন,মানিক মিয়া,হেলাল মিয়া,শামীম হোসাইন,স্বপন মোল্লা,কবির হোসেন,কাউছার মিয়া ও বশির,আমিনুল ইসলাম,সাইমন এ ছাড়া বড়াইল ও তাৎপার্শবর্তী গ্রামের হাজারো ফুটবল প্রেমিক উপস্থিত ছিলেন।

কিন্তু দুর্ভাগ্য ক্রমে ব্রাজিল আর্জেনটিনা ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।এতে দুই দলের খেলোয়াররা সুন্তুষ্ঠ হয়েছে বলে জানা যায়।খেলাটি নির্ধারিত ৯০ মিনিটে মধ্যে শেষ হয়।






Shares