Main Menu

শোক সভা ও বিদায় সংবধর্না

+100%-

নিজস্ব সংবাদদাতা::নবীনগর উপজেলার ১৩৭ নং বড়াইল পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আজ রবিবার মাহবুবুর রহমানের শোকসভা ও জনাব আবুল হাসেম স্যার কে স্কুল থেকে বিদায় সংবধর্না দেওয়া হয়।জম্নলগ্ন থেকেই যেমন এক স্থানে কেউ থাকতে পারে না,ঠিক তেমনি একজন যাবে অন্যজন আসবে এটাই নিয়ম।কিন্তু এই আসা যাওয়ার মধ্যে কিছু মায়ার বন্ধনে আব্ধ হয়।যেগুলোকে ভুলতে চাইলে ও ভুলা যায় না।আমার শিক্ষকতার জীবনে কাউকে আমি মনের অযান্তে কষ্ট দেইনি।বিদায়ী লগ্নে হাসি মুখে কান্না চোঁখে একথা গুলো বলছিলেন বিদায়ী আবুল হাসেম স্যার।যিনি দীর্ঘ ৩১ বছর নিষ্ঠার সাথে শিক্ষকতা করে যান।তিনি ১৯৮৪ সালে বীরগাঁও ইউনিয়নের নজরদৌলত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শিক্ষকতা শুরু করেন।তারপর ১৯৮৬ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত বড়াইল হোসাইনিয়া ও মেরাতুলী সরকারি প্রাথমিক সুদক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।তিনি ১৯৮৯ থেকে ২০১৫ ইং দীর্ঘ ২৫ বছর,বড়াইল পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্ব পালন করেছেন।অন্যজন হলেন মাহবুবুর রহমান তিনি ৮ বছর এই প্রতিষ্ঠানে নম্নভাবে শিক্ষতা করেছেন।বিধাতার বিধান তিনি ৯,২,২০১৫ ইং তারিখে সবাই কে কাদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান।এই বিদায়ী ও শোকমুখর্তে চোঁখে ভরা পানি ছিল সবার।এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকেয়া বেগম ও অন্যঅন্যা শিক্ষক ও শিক্ষিকা এবং অএ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।বৈরি আবহাওয়া কে উপেক্ষা করে অনুষ্ঠানে কার্যক্রম পরিচালনা করা হয়।বিদায়ী লগ্নে জনাব আবুল হাসেম কে স্কুলের পক্ষ থেকে বিভিন্ন উপহার তুলে দেওয়া হয় এবং দ্বিতীয় তৃতীয় ও পঞ্চম শ্রেনীর ২০ জনকে খাতের লেখা সুন্দর করার জন্য তাদের কে খাতা,কলম,পেন্সিল দেওয়া হয়।






Shares