নবীনগর শিবপুরে বিলুপ্তির পথে বাঁশঝাড়
মোহাম্মদ হেদায়েত উল্লাহ্ নবীনগর::ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শিবপুর ,বিদ্যাকুট, নাটঘর, কাইতলা, এসব এলাকায় তাকালে অনেক বাঁশঝাড় দেখা যেত । বছরের পর বছর বাঁশের ব্যবহারে বাড়িঘর তৈরি করতে ভাল বাঁশের পালা বা খুটির এবং বাড়িঘরের বিভন্ন কাজে ব্যবহার করতেন এলাকার লোকজন । প্রায় প্রতি বছর এ সমস্ত বাড়ি ঘর সংস্কার করতে হয়। আর সংস্কার করতে গিয়ে তাদের পড়তে হয় অর্থের টানাটানিতে । গত ২০ বছর আগে ভাল এক জোড়া বাঁশের মূল্য ছিল ১০০/টাকা থেকে ১২০ টাকা আর বর্তমানে এক জোড়া বাঁশের মূল্য ৯০০ শ থেকে ১০০০ এক হাজার টাকা । দেশের জনসংখ্যা বৃদ্ধির ফলে বসবাসের সুবিধার্থে অনেকেই বাঁশঝাড় কেটে বাসস্থান তৈরি করছেন ফলে আজ এসব এলাকায় ঐতিহ্যবাহী বাঁশঝার বিলুপ্তির পথে। শিবপুরের বাঁশঝারের মালীক বাবু নরেন্দ্র চন্দ্র চৌধুরী , নারদ চন্দ্র চৌধুরী , বলেন শিবপুরের এই বাঁশজার আমাদের বাপ দাদার ১২০ শতক জায়গার উপরে বাঁশঝার ছিল । শিবপুর কাজী বাড়ীর মোঃ আজিমুল হক বলেন , যারা বাঁশজাত শিল্পের সঙ্গে জড়িত থেকে জীবিকা নির্বাহ করতেন । তারা এখন দিন দিন লোকসানের পথে । বাঁশের এই সংকটের ফলে এবং তাদের প্রয়োজনীয় অর্থের অভাবে ও বাঁশের মূল্য বেড়ে যাওয়ায় তারা এই শিল্পকে আর ধরে রাখতে পারছেন না । এলাকার বাঁশজাত কুটিরশিল্পের মধ্যে ডালা,কুলা,চালনি,ঝুড়ি,মোড়া,চাটাই,ঢোল, বিশেষভাবে পরিচিত। তাই তাদের জীবিকা রক্ষার জন্য সরকারের কাছে কুটিরশিল্প ঋণ প্রদানের জন্য তারা দাবি জানান । তা না হলে এই পৈতৃক পেশা টিকিয়ে রাখা সম্ভব হবে না ।