নবীনগরে বাড়িঘর ভাংচুর লুটপাট
প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেমন্তঘর গ্রামের জায়গা সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে প্রভাবশালী আনু বাহিনী তান্ডব চালিয়েছে। প্রতিপক্ষের বাড়িঘর ভাংচুর ও লুটপাট চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করে। গতকাল মঙ্গলবার(৩১/৩)উপজেলা সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওই গ্রামের মৃত জনাব আলী সারেং এর ছেলে আবদুর রহমান এলাকার চিহিৃত ওই প্রভাবশালী ভূমিদুস্য’র নির্যাতনের চিত্র তুলে ধরে তার প্রতিকার চান।
প্রভাবশালী সাবেক চেয়ারম্যান আনু মিয়া. ধন মিয়া ও জালাল মিয়া গংদের সাথে আবদুর রহমানের জায়গা সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধসহ মামলা মোকদ্দমা চলে আসছে। তারই জের ধরে আবারো গত ২৩ মার্চ আনু বাহিনী সেমন্তঘর গ্রামে হামলা করে তান্ডব চালিয়ে আবদুর রহমান ও তার সাক্ষীদের বাড়ি ঘরে লুটপাট চালিয়েছে। হামলায় ভাংচুর লুটপাটে ক্ষতিগ্রস্ত বাড়ি ঘরের লোকজন খোলা আকাশের নিচে অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে জীবন রক্ষা করেছে।
লিখিত বক্তব্যে তিনি বলেন, চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চাকুরীর সুবাদে পরিবার পরিজন নিয়ে সেখানে বসবাস করছেন। ফলে গ্রামের বাড়ি নবীনগর উপজেলার সেমন্তঘর গ্রামে তাদের অনুুপস্থিতিতে ওই ভূমিদস্যুরা তার কিছু জায়গা দখলে নিয়ে যায়,এবং পুরো জায়গা নিতে বার বার হামলা করছে। বর্তমানে ভূমিদস্যুদের হত্যার হুমকিতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।