নবীনগরে শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে শিক্ষকদের অবিরাম কর্মবিরতির আলটিমেটাম
ডেস্ক ২৪::ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীপুর গ্রামের সাতগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী ভূঁইয়াকে গত শনিবার ষড়যন্ত্রÍমূলকভাবে শারীরিক নির্যাতন ও মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল সোমবার দুপুরে নবীনগর উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে স্থানীয় পাইলট মডেল হাইস্কুল মিলনায়তনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মোর্শেদুল ইসলাম লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মো: আবু মোছা, কাউছার বেগম, মহিউদ্দিন সরকার, এ.টি.এম আবদুল্লাহ্, আমির ফয়সাল, মো: গিয়াস উদ্দিন, আমিরুল ইসলাম, হুসাইন কবির, ফেরদৌস আহম্মেদ, লিয়াকত আলী, শাহজাহান কবির, আজহারুল হক, আল-আমিন খান, মোজাম্মেল হক, শাহেদা বেগম, জাকির হোসেন প্রমুখ।
ওই শিক্ষককে সুপরিকল্পিতভাবে ধর্মীয় অনুভুতিতে আঘাতের মিথ্যা অভিযোগ এনে ছাত্র দিয়ে চর মারা ও গলায় জুতো পরানোকে মধ্যযোগীয় বর্বরতাকেও হার মনিয়েছে বলে সভায় বক্তারা মন্তব্য করেন। সভায় আগামী তিন দিনের মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার ও ইয়াকুব ভূঁইয়ার নি:শর্ত মুক্তি সহ দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করা হয়। অন্যথায় উপজেলার সকল মাধ্যমিক-নি¤œমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা অবিরাম কর্মবিরতি কর্মসূচী পালন করার অলটিমেটাম প্রদান করে। পরে শিক্ষক সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসকের বরাবরে লিখিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার আবু শাহেদ চৌধুরীর হাতে প্রদান করা হয়।