Main Menu

নবীনগরে এক সাংবাদিক ও মানবাধিকার কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা, ইওএনও’র কাছেও অভিযোগ !

+100%-

নবীনগর প্রতিনিধি ঃ নবীনগর উপজেলায় সাংবাদিক ও মানবাধিকারের এক কর্মকর্তার বিরুদ্ধে ৫০ হাজার টাকা চাঁদা দাবীর অভিযোগে থানায় মামলা হয়েছে। বুধবার (২০.১১.১৩) রাতে শ্যামগ্রামের বাসিন্দা ক্ষিরোদলাল সাহা নামের এক ব্যাক্তি বাদী হয়ে নবীনগর থানায় ওই মামলা দায়ের করেন। এর আগে বুধবার দুপুরে শ্যামগ্রামের প্রায় অর্ধশত বাসিন্দা (হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে ওই সাংবাদিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে লিখিত আবেদন করেনে। তবে অভিযুক্ত সাংবাদিক নিজেকে ‘নির্দোষ’ দাবি করে তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেন।
বাদী তার এজাহারে অভিযোগ করেন, সম্প্রতি উপজেলার শ্যামগ্রামে হিন্দু সম্প্রদায়ের নতুন একটি শশ্মানঘাটের জন্য দেয়াল নির্মাণের কাজ শুরু করা হয়। এ দেয়াল নির্মাণ নিয়ে সাংবাদিক লেবাসধারী শ্যামগ্রামের স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদীন একটি পত্রিকায় গত ১৪ নভেম্বর একটি মিথ্যা ও ভিত্তিহীন প্রতিবেদন ছাপিয়ে এলাকায় বিলি করা হয়। পত্রিকায় প্রকাশিত ওই মিথ্যা প্রতিবেদনের কারণে গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে প্রচন্ড ক্ষোভের সঞ্চার হয়। পরে গত ১৬ নভেম্বর কথিত সাংবাদিক জয়নাল আবেদীনের কাছে এর প্রতিবাদ জানালে তিনি (সাংবাদিক) উল্টো হিন্দু সম্প্রদায়ের লোকজনকে নানাভাবে হুমকী দিয়ে এজন্য ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় পত্রিকায় আরও রিপোর্ট প্রকাশ করা হবে বলে হুমকী দেন।
এ বিষয়ে অভিযুক্ত জয়নাল আবেদীন নিজেকে ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস এন্ড ক্রাইম রিপোর্টার্স সোসাইটি’র নবীনগর শাখা’র সাধারণ সম্পাদক (এ সংগঠনের সভাপতি নবীনগর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মিজানুর রহমান খান) ও ‘দৈনিক অগ্নিশিখা’ পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি দাবি করে তার বিরুদ্ধে আনীত অভিযোগকে অস্বীকার করে বলেন,‘গ্রামের সরকারি রাস্তার ৩টি গাছ অবৈধভাবে কেটে সরকারি জায়গায় ওই দেয়াল নির্মাণ করা হচ্ছে। আর এ নিয়ে আমি পত্রিকায় রিপোর্ট করায় আমার বিরুদ্ধে এ মিথ্যা চাঁদাবাজির মামলা দেয়া হয়েছে।’
তবে মামলার বাদী ক্ষিরোদলাল সাহা সরকারি গাছ কাটা ও সরকারি জায়গায় শশ্মান প্রতিষ্ঠার অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার বলে দাবি করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু শাহেদ চৌধুরী বলেন,‘শ্যামগ্রামের হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের লোকজন আমার কাছে এসে ওই সাংবাদিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়ে গেছেন। অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নিতে ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।’
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বৃহস্পতিবার (২১.১১.১৩) দুপুরে বলেন,‘৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে ওই সাংবাদিকের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’






Shares