দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত নবীনগরের মোসলেহ উদ্দিনের লাশ দাফন
প্রতিনিধি : দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাংলাদেশী ব্যবসায়ী মোসলেহ উদ্দিন (৪৮) এর লাশ শনিবার রাতে শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্ধরে এসে পৌছে। নিহতের স্বজনরা লাশ নিয়ে রবিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শ্রীরামপুরে পৌছলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। লাশ দেখে স্ত্রী ও সন্তানদের বুক ফাঁটা আর্তনাদে আকাশ ভারী হয়ে উঠে। সকালে শ্রীরামপুর মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে পশ্চিমপাড়া স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। গ্রামের বাড়িতে স্ত্রী সাহিদা বেগমসহ দুই মেয়ে, এক ছেলে রেখে বেঁচে থাকার তাগিদে দেনা করে ৩ বছর পূর্বে সৌদি আরব যান। সেখান থেকে ফিরে আবারো গত ৮ মাস আগে দনি আফ্রিকা পাড়ি জমান। তার একটি ছেলে আরমান হোসেন(১৭) কলেজের প্রথম বর্ষের ছাত্র, মেয়ে তুরিন (১৫) দশম শ্রেনী ও সোমাইয়া (১১) ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী। নিহতের বড় ভাই জয়নাল আবেদীন জানান, দনি আফ্রিকার ওই পূর্বাঞ্চল শহরে তার ভাই একটি ছোট দোকান নিয়ে ব্যবসা করত। ওই এলাকার সন্ত্রাসীরা মোটা অঙ্কের চাঁদা দাবি করেছিল। তাদের দাবিমত ওই চাঁদার টাকা দিতে না পারায় সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। |