ঐতিহাসিক খারঘর যুদ্ধ ও গণহত্যা দিবস পালিত
স্বাধীনতার জন্য আত্মদানকারীরা জাতির কাছে অমর ও চিরস্মরনীয় হয়ে থাকবেন – আল মামুন সরকার
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানী হানাদার বাহিনীর নিমর্ম ও নৃশংস হত্যাকান্ডে মুক্তিকামী জনতার যাঁরা আত্মদান করেছেন, সেইসব বীর শহীদানরা অমর ও চিরস্মরণীয় হয়ে থাকবেন। মুক্তিযুদ্ধের চেতনাকে বিকশিত ও শানিত করার প্রয়োজনে বাঙ্গালীর প্রজন্ম প্রজন্মান্তরে মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের স্মৃতি এবং গণকবর গুলোকে সংরক্ষণ করে শহীদানের প্রতি শ্রদ্ধাঞ্জালী নিবেদন করতে হবে।
১৯৭১ এর ১০ অক্টোবর ঐতিহাসিক খারঘর যুদ্ধ ও গণহত্যা দিবস পালন উপলক্ষ্যে নবীনগর উপজেলাধীন খারঘর গ্রামে স্থানীয় আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ ও গণকবর সংরক্ষণ কমিটির যৌথ উদ্যোগে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় যুদ্ধকালীন কমান্ডার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার এই অভিমত ব্যক্ত করেন।
স্থানীয় বিভিন্ন সংগঠন ও ছাত্র-ছাত্রীদের গণকবরে শহীদের স্মৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন, মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহতদের স্মৃতিচারন এবং শহীদানের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল ইত্যাদি দিনব্যাপী কর্মসূচীতে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিকরুল আহমেদ, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার ইনচার্জ, আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন সোহেল, মুস্তাফিজুর রহমান নান্নু, বীর মুক্তিযোদ্ধা মাজু মিয়া, জেলা যুবীলগ নেতা সালাউদ্দিন সরকার, জেলা ছাত্রলীগ নেতা মিনহাজ মামুন সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ সভায় বক্তৃতা করেন।প্রেস রিলিজ