সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ৫০ তম মৃত্যুবার্ষিকী পালিত
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: বিশ্ব বিখ্যাত সংগীত সাধক,সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ৫০তম মৃত্যু বার্ষিকী উলক্ষে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা শিবপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে শিবপুর সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ডিগ্রী কলেজের হল রুমে অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়।
এসময় অত্র কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ তথ্য ও গভেষণা উপকমিটির সদস্য আরিফুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে ও অধ্যাপক মহসিন সরকারের সঞ্চালণায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক।বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোশারফ হোসেন,শিবপুর ইউপি চেয়ারম্যান এম আর মজিব,মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি আবু কাউছার,অধ্যক্ষ মোতাহার হোসেন,
বিদ্যুৎসাহী সদস্য সোহরাওয়ার্দীন চৌধুরী,জুবায়েরুল হক মৃধা,গভর্নিং বডির সদস্য মোঃ আশরাফ হোসেন আকছির,মোখলেছুর রহমান,মাঈন উদ্দিন মাষ্টার,দাতা সদস্য মহসিন সরকার,হিতৈষী আনোয়ার হোসেন,অধ্যাপক সাবিকুন্নাহার,অধ্যাপক বাকির আহমেদ হামিম,অধ্যাপক গোলাম কিবরিয়া,অধ্যাপক দেলোয়ার হোসেন,অধ্যাপক রাজিয়া বেগম, অধ্যাপক সিরাজুল ইসলাম,প্রভাষক আব্দুর রহিম প্রমুখ।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলোয়াওয়াত পাঠ করেন অধ্যাপক রেজাউল কবির,অনুষ্ঠান শেষে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর মাগফেরাত কামনার্থে দোয়া পরিবেশন করেন অধ্যাপক আব্দুর নূর।