নবীনগর প্রেসক্লাবে নবাগত ইউএনও’র বরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনি ধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবে নবাগত উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী সাথে মতবিনিময় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে নবীনগর প্রেসক্লাবে সংগঠনটির সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল আলম সোহরাফের সঞ্চালনায় অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন এসোসিয়েশনের সভাপতি পিযুশ কান্তি আর্চায, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশ্রাফ হোসেন রাজু,পৌর সাংগঠনিক সম্পাদক মো: শুক্কুর খান, মো: ইলিয়াস, জামায়াতে ইসলামের পৌর শাখার সাধারণ সম্পাদক সাইফুর রহমান বাশার, মতিন ভূইয়া ফাউন্ডেশনের পরিচালক মাউলানা মো: সানাউল্লাহ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এটিএম রেজাউল করিম সবুজ, মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোর্শেদুল ইসলাম লিটন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, কান্তি কুমার ভট্টাচার্য, শিক্ষক ময়নার হোসেন চৌধুরী,সাংবাদিক মাহাবুব আলম লিটন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
« সাবেক মন্ত্রী মোকতাদিরের ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ-সমাবেশ (পূর্বের সংবাদ)