Main Menu

নবীনগরে মেধা অন্বেষন প্রতিযোগিতা

+100%-

নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মানব সেবা সামাজিক সংগঠন এর আয়োজনে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার সাহেব নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও বিদ্যালয় সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খেলাধুলা, কুইজ প্রতিযোগিতা, ক্বেরাত, গজল প্রতিযোগিতা, সর্বোচ্চ উপস্থিতি ও মেধা পুরুস্কার প্রদান করা হয়।

উক্ত স্কুলের প্রধান শিক্ষক একেএম সামিউল ইসলাম এর সভাপতিত্বে ও মো. ইজাজ আহামেদের সঞ্চালনায়, প্রধান অতিথি ছিলেন নবীনগর থানার ওসি রণোজিত রায়। বিশেষ অতিথি ছিলেন সহকারী অধ্যাপক সাংবাদিক মো. ইব্রাহীম খলিল, সি টিভির সিইও রবিন সাইফ, জয় টিভির সম্পাদক নূর মোহাম্মদ, মাহাবুব, রুবেল সহ স্কুলের শিক্ষার্থী ও মিডিয়ার কর্মীগণ উপস্থিত ছিলেন।
এসময় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেওয়া হয়।






0
0Shares