নবীনগরে মাদক সহ গ্রেফতার ৪
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা পুলিশ গত ২৪ ঘন্টায় পৃথক স্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে।
থানা সুত্র জানায়, নবীনগর থানার পুলিশ পৌর শহরের উওর পাড়ার মৃত জুলহাস মিয়ার ছেলে জহিরুল হক, মধ্য পাড়ার লিটন দেবের স্ত্রী মনি রানী দেব কে গ্রেফতার করে। পুলিশ এদের কাছ থেকে ২ পিস ইয়াবা ও ২০ লিটার চোলাই মদ জব্দ করে।
অপরদিকে গতকাল রাতে অভিযান চালিয়ে শ্রীরামপুর গ্রামের (পুরান শ্রীরামপুর, ছিদ্দিক বেপারী বাড়ী) মৃত ইদন মিয়ার ছেলে মোবারক মিয়াকে আটক করে তার স্বীকারোক্তিতে বসত ঘর হইতে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে জিআর নং-১৩৩/২০ এর গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী সাহেবনগর গ্রামের সিরাজ মিয়ার ছেলে ইয়াছিন (৩৫) কে গ্রেফতার করা হয়।
নবীনগর থানার ওসি মো. আমিনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের আজ রবিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যেমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।আমাদের মাদক বিরোধি অভিযান অব্যাহত থাকবে।