নবীনগরে মাদকসহ দুইজন গ্রেফতার
১৭/১১/১৭ ইং তারিখে শিবপুর অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই/ ইহসানুল হাসান তার সাথের অফিসার ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বিকাল ০৪:০০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রাম হতে দুইজন মহিলাকে ২ কেজি গাঁজা এবং ৮০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেন। আসামীদ্বয়ের নাম ১। লতিফা খাতুন (৪০) পিতা- আমিন উদ্দিন, সাং-বলাই শিমুল, থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোনা, ২। মোসাঃ নাছিমা বেগম (২৫) পিতা-মৃত মনছুর আলী, সাং-দক্ষিণ লাঙ্গলজোড়া, থানা-ধোবাউড়া, জেলা-ময়মনসিংহ। আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।প্রেস রিলিজ
(পরের সংবাদ) রোহিঙ্গা শিবিরে যেতে চান প্রণব »