নবীনগরে মহিষ নিয়ে নদী পারাপারের সময় একজন নিখোঁজ, পরিবারে চলছে শোকের মাতম




খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ও নবীনগর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিখোঁজ জিলানীর বাড়ি জেলার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের লুপাড়া গ্রামে। সে নবীনগরে ভাড়া বাসায় থেকে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করে।
সরেজমিনে গিয়ে জানা যায়, স্থানীয় মাংস বিক্রেতা মো. আল-আমিনের ৪টি মহিষকে ঘাস খাওয়ানের উদ্দেশ্যে জিলানী ও হেলাল সকালে বুড়ি নদীর পশ্চিম পার থেকে পূর্ব পাড়ে নিয়ে যাচ্ছিলেন, এসময় হেলাল দুটি মহিষ নিয়ে পাড়ে উঠে গেলেও জিলানী মাঝ নদীতে তলিয়ে যায়। পরে হেলাল, জিলানীকে খুঁজে না পেয়ে স্থানীয়দের খবর দেয়।