নবীনগরে বেগম রোকিয়া দিবস পালিত
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মনবাড়িয়া নবীনগরে বেগম রোকিয়া দিবস আন্ত্রর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং র্যালী ও জয়িতা সংবর্ধনা ২০১৭-গতকাল শনিবার সকালে উপজেলা প্রশাষন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর উদ্যোগে উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহীন তানভীর গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নবীনগর(সার্কেল) চিত্তরঞ্জন পাল,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জেপি দেওয়ান,উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা মো: মোস্তফা আসরাফ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছেনা বেগম,আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন আহাম্মেদ,প্রধান শিক্ষক কাউছার বেগম, নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার,মাহাবুব আলম লিটন, ইতি বেগম,আমেন খাতুন, সাংবাদিক সাইদুল আলম সোরাফ প্রমুখ্য। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরা বেগম। এসময় অনুষ্ঠানে চার জনকে জয়িতা সংবর্ধনা দেওয়া হয়েছে ।