Main Menu

নবীনগরে বিপুল পরিমান মাদক সহ গ্রেপ্তার ১

+100%-
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিপুল পরিমান মাদক সহ অপু মিয়া(২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ২৩ ডিসেম্বর ভোর রাতে উপজেলার ছলিমগঞ্জ ইউনিয়নের বড়াইল গ্রামের দাশপাড়া উরেন্দ্র দাশের বসত বাড়ি থেকে মাদক সহ তাকে আটক করা হয়। এসময় ২৫ বোতল ফেনসিডিল, ৯৬ বোতল বিদেশি মদ,১ কেজি গাঁজা সহ ৪টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী অপুকে গ্রেপ্তার করা হয়েছে।এসময় আশিক আহাম্মেদ নামে আরেক মাদক ব্যবসায়ী পুলিশ আসার খবর পেয়ে পালিয়ে যায়। এবিষয়ে মাদকের নিয়মিত আইনে মামলা রুজু করে আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।





Shares