নবীনগরে ফ্রি চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ




সকাল থেকে দুপুর পর্যন্ত এ ক্যাম্পিং-এ মেডিসিন ও ডেন্টাল বিভাগে এর ৯ জন ডাক্তার প্রায় ১২শত রোগীকে চিকিসাসেবা ও বিনামূল্যে ঔষদ বিতরণ করেন। ‘স্বপ্নলোড়ন’ সারা বাংলাদেশে আত্মমানবতার সবোর পাশাপাশি গত ৭ বছর ধরে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আকরামুজ্জামান শুভ’র স্মরণে নবীরগরে মালাই গ্রামে ফ্রি চিকিৎসা সেবা দিয়ে আসছে। এ চিকিৎসা ক্যাম্পিং উদ্বোধন করেন বিশিষ্ঠ রাজনীতিবিদ ব্যারিস্টার জাকির আহম্মেদ,বিশেষ অতিথি সংগঠনের উপদেষ্ঠা শুভ’র পিতা মোঃ তৌফিকুল ইসলাম, ভার্চুয়ালি যোগ দেন উপদেষ্ঠা পুলিশ বিভাগের ঢাকা জেলার ডিআইও-১ রনোজিত রায়,রংপুর মেডিকেল কলেজের পরিচালক ডাঃ মো ইউনুস,স্থানীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন।
« পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) বিজয়নগরে জাতীয় ভোটার দিবস পালিত »