Main Menu

নবীনগরে পুকুর থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

+100%-

মিঠু সূত্রধর পলাশ ঃ জেলার নবীনগরে পুকুর থেকে ভাসমান অবস্থায় গোলাম মহিউদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ জানুয়ারি) দুপুরে শ্যামগ্রাম ইউনিয়ন কুড়িনাল গ্রামের নজরুল ইসলামের পুকুরের দক্ষিণ পাড় থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গোলাম মহিউদ্দিন রসুলাবাদ ইউনিয়নের কালঘরা গ্রামের ইরফান আলীর ছেলে।
বে প্রাথমিক সুরতহালের সময় নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানান নবীনগর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোলাম মহিউদ্দিন মানসিক রোগী ছিল। কয়েক বছর আগে তাকে মানসিক রোগীর চিকিৎসা করানো হয়েছিল।

নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে খবর পেয়ে শ্যামগ্রাম ইউনিয়নের কুড়িনাল গ্রামের এক পুকুর থেকে গোলাম মহিউদ্দিন এর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহালে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া না গেলেও ময়না তদন্তের জন্য জেলা মর্গে মৃতদেহ প্রেরণ করা হয়েছে।






Shares