নবীনগরে পানিতে ডুবে আপন দুই চাচাতো ভাইয়ের মৃত্যু!




সরেজমিনে গিয়ে দেখা গেছে শনিবার দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছেন শিশু উসমান ও আবদুল্লাহ দুজন।
কিছুক্ষণ পর তাদেরকে আর দেখা না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজা খুঁজি শুরু করলে এক পর্যায়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় অতি বৃষ্টির কারণে বাড়ির পাশে পরিত্যক্ত জলাশয়ে জমে থাকা পানির কাছে গেলে তারা ঐ দুই শিশুকে পানিতে তলিয়ে যেতে দেখেন।তাৎক্ষণিকভাবে স্থানীয়রা দুই শিশু উসমান ও আবদুল্লাহকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পরিবারে দুই শিশুর মর্মান্তিক মৃতুতে পরিবারের সদস্যদের পাশাপাশি আশেপাশের লোকজনের কান্নায় রোল পড়ে যায়।
« সরাইলে অধিক সয়াবিন তেল মজুত রাখার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে- এবাদুল করিম বুলবুল এমপি »