Main Menu

নবীনগরে দিনদুপুরে দুই লক্ষ টাকা চুরি, একজন আটক

+100%-
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভা বাজারে দীপক শিল্পালয় (স্বর্ণের দোকান) সংলগ্ন এলাকায় আজ বৃহস্পতিবার দুপুরে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ এবং প্রায় দুই লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।
জানা যায়, প্রবাসী মাহফুজ আহম্মেদের পিতা মোঃ জহিরুল ইসলাম (৮০) নবীনগর ইসলামী ব্যাংক শাখা থেকে তার ব্যাংক একাউন্ট থেকে দুই লক্ষ টাকা উত্তোলন করেন। টাকাগুলো একটি ব্যাগে ভরে তিনি বাজারের দীপক শিল্পালয়ের সামনে বসে থাকাকালীন তিনজন অজ্ঞাত ব্যক্তি তার পাশে এসে বসে। এরপর তারা ধারালো ছুরি বা ব্লেড দিয়ে ব্যাগটি কেটে টাকার দুটি বান্ডিল চুরি করে।
ঘটনার সময় মোঃ জহিরুল ইসলাম চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসেন এবং একজন চোরকে আটক করে নবীনগর থানায় সোপর্দ করেন। পুলিশ ঘটনাস্থলে এসে আটককৃত ব্যক্তির কাছ থেকে চুরি যাওয়া দুই লক্ষ টাকা উদ্ধার করে। আটককৃত ব্যক্তির নাম কৃষ্ণ চন্দ্র রায় (৫৫), যিনি কুমিল্লার দেবিদ্ধার থানার ওয়াহেদপুর গ্রামের মৃত হারাধন চন্দ্র রায়ের ছেলে। । তার সাথে আরও দুই থেকে তিনজন অজ্ঞাতনামা চোরের কথা স্বীকার করেছেন।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, “ঘটনার পরপরই আমরা অভিযানে নেমে মূল অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেফতার করেছি এবং পুরো টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছি। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”





Shares