নবীনগরে গণিশাহর মাজার থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
মিঠু সূত্রধর পলাশ: নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দী হরযত দয়ালবাবা গণিশাহর মাজার থেকে অজ্ঞাত এক বৃদ্ধার লাশকরেছে নবীনগর থানা পুলিশ। শুক্রবার(১৭জানুয়ারি) রাত ১০টার দিকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। জানা যায়, মাজার কর্তৃপক্ষ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে নবীনগর থানায় খবর দেয়। পরে নবীনগর থানা পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক। তিনি বলেন, আমরা রাত সাড়ে ৯ টার দিকে খবর পাই হরযত দয়াল বাবা গনিশাহ (রহ.) মাজারের সামনে অচেতন অবস্থায় এক ব্যক্তি পড়ে আছেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি ওই ব্যক্তি গনিশাহ মাজার ওরস উপলক্ষে গত ২-১ দিন আগে এখানে এসেছিলেন তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশটি বর্তমানে জেলার সদর হাসপাতালের হিমঘরে রয়েছে ময়নাতদন্তের পর মাজার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।