নবীনগরে খুন,ডাকাতি সহ ৫ মামলার আসামি গ্রেপ্তার
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে খুন,ডাকাতি, নারী নির্যাতন,অপহরণ সহ ৫ মামলার আসামি কুখ্যাত শাহাবুদ্দিনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার জিনদপুর ইউনিয়নের চারপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, খুন,ডাকাতি,চুরি, নারী নির্যাতন,অপহরণ সহ পুলিশের উপর হামলা করার অভিযোগ ও অসংখ্য মামলা রয়েছে এই শাহাবুদ্দিনের বিরুদ্ধে।
পুলিশ জানায়, গত কয়েকদিন আগের বাঙ্গরা এবাদুল করিম উচ্চ বিদ্যালয়ের চুরির মামলার তদন্ত করতে গিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান কালে ২টি দেশীয় তৈরি এলজি, ২টি রাউন্ড কার্তুজ, ২টি চাইনিজ কুড়াল, ১টি তালা কাটার মেশিন এবং স্কুলের চুরির মামলার চোরাই ৩টি ল্যাপটপ, ১টি সিপিও, ১ টি প্রজেক্টর, ১টি পানির ফিল্টার উদ্ধার করা হয়।
নবীনগর থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, বাঙ্গরা এবাদুল করিম উচ্চ বিদ্যালয় থেকে ল্যাপটপ সিপিও প্রজেক্টর পানির ফিল্টার চুরি হয়েছিল। উক্ত ঘটনার মামলা হয়েছে। তদন্তকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চোরাইকৃত মাল ও অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়৷ আসামীর বিরুদ্ধে নবীনগর থানায় খুন, ,ডাকাতি, নারী নির্যাতন,অপহরণ সহ পূর্বে ৫ টি মামলা রয়েছে।এখন মামলা তদন্ত করা অবস্থায় আমাদের অস্ত্র আইনে আরেকটি মামলা হবে। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
« নবীনগরে মোবাইল কোর্টের ভয়ে ফার্মেসি বন্ধ করে পালালেন ব্যবসায়ীরা (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) নবীনগরে এনজিও সমিতির নাম দিয়ে একটি প্রতারক চক্র শতাধিক অসহায় পরিবারের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে »